কুয়েটে ভর্তি পরীক্ষা কাল, হোটেলে জায়গা,নেই
মোঃ নাসির উদ্দীন গাজী,
খুলনা গেজেট জানুয়ারি ১০, ২০২৫ পূর্বাহ্ণ
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। কুয়েটসহ ১১ টি কেন্দ্রে ৪৪৭ টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়বে ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়তে হবে ২৩ জন শিক্ষার্থীকে।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় এসেছে প্রায় ৫০ হাজার মানুষ। নগরীর আবাসিক হোটেল-মোটেল সব আগে থেকে বুক হয়ে আছে। কোথাও থাকার জায়গা নেই। যারা আগে থেকে হোটেল বুকিং দিয়েছেন তারা কিছুটা স্বস্তিতে থাকলেও বিপাকে পড়েছেন অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, তিনটি অনুষদের ১৬ টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৬৫ টি। এ বছর মোট ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় কুয়েট কেন্দ্রের বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার আরো ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সাত হাজার ১৪৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাইস্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন, খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন, খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার জন, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।