https://youtu.be/93x9LJ6IpVg?si=Uc_O7hrouVIwOobh
খুলনা,কয়রা উপজেলার ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যানের মৃত্যু ও জানাজা সম্পন্ন।।
জিএনবাংলা টিভি চ্যানেলে সরাসরি ভিডিও ধারনে ছিলেন মো রফিকুল ইসলাম( টুকু) ।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা জেলা কয়রা উপজেলাধীন ৬নং উত্তর বেদ কাশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব শেখ লুৎফর রহমান গত মোঙ্গল বার রাত ৮-১০ মিনিটে তার নিজ বাড়িতে হার্ট এ্যটাকে মৃত্যু বরন করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
৩০শে জুলাই রোজ বুধবার দুপুর ২-৩০ মিনিটে কাছারি বাড়ী নিজ প্রতিষ্ঠিত জামে মসজিদের সামনে শান্তি পূর্ণ ভাবে বৃষ্টি উপক্রম করে হাজার হাজার জনতার উপস্থিতি জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ইমামাতি করেন দক্ষিণ বাংলার দ্বীনআলেমে হযরত মাওঃ শাহাদাৎ হোসেন সাহেব। এ-সময় উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোং, সাবেক চেয়রাম্যান সরদার মতিয়ার রহমান সহ মাস্টার নুর কামাল, ও বিভিন্ন সাংগঠনিক দলের সিনিয়র নেতা, এম,এ হাসান, শেখ সালাউদ্দিন আহমেদ লিটন, মহানগর বি,এন,পি মারুফ হোসেন কবির, আবুল কালাম আজাদ (কাজল) সহ স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার ভক্ত অনুরাগী সদস্যগন। তিনি দীর্ঘ ২০০৩ - ২০১১ সাল পর্যন্ত আট বছর সৎ সফলতার পুর্ন ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এক স্রী এক ছেলে ও এক মেয়ে রেখে দুনিয়ার সফর শেষ করেনতিনি।
জানাজা শেষে তার নিজ বাড়িতে দাফন কাপের ব্যবস্থা করা হয়। দাফন শেষে তার বিদয়ীআত্নার মাগফিরাত দোওয়া মোনাজাত করেন মাওলানা আমজেদ হোসেন কাছারি বাড়ী জামে মসজিদের পেশ ইমা